• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফুলবাড়ীর একমাত্র রোগীর করোনা জয়

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মে ২০২০  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত তাজুল ইসলাম নামে এক যুবক সুস্থ হয়েছেন। তিনি উপজেলার একমাত্র রোগী ছিলেন।

৩০ বছর বয়সী তাজুল উপজেলার কাশিপুর ইউপির ধর্মপুর গ্রামের আব্দুল হক কাচুর ছেলে। শুক্রবার সন্ধ্যায় তার নমুনার দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

ফুলবাড়ীর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শামসুন্নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তাজুল। ২২ এপ্রিল তার প্রথম নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার দ্বিতীয় পরীক্ষারও নেগেটিভ আসায় তাকে পুরোপুরি সুস্থ হিসেবে ঘোষণা করা হয়। শনিবার বিকেলে তাজুলকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন তাজুল। এর পরদিন তার নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। ১৪ এপ্রিল সন্ধ্যায় করোনা পজিটিভ এলে তাকে হাসপাতালে নেয়া হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –