• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিএনপিকে নিয়ে হতাশ সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকেরা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০  

বর্তমানে রাজনীতিতে বিএনপির অবস্থান ও ভূমিকায় পুরোপুরি হতাশ সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকেরা। খোদ বিএনপিপন্থী একজন বুদ্ধিজীবীর মতে, বর্তমানে করোনায় আক্রান্ত বিএনপি।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ, এখন পর্যন্ত বিএনপি জনগণের পক্ষে কোনো কথা বলেনি। বিএনপি ২০১৪ সালে নির্বাচন বর্জনের দাবি নিয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত করলেও গত ১৫ বছরে জনগণের একটা দাবি নিয়েও কার্যত কথা বলেনি। তাহলে জনগণ কিভাবে বিএনপির পাশে থাকবে?

তারা বলেন, বিএনপি সব বিষয়ে শুধু সরকারের ওপর দোষ চাপাতে ব্যস্ত। সংকট সমাধানে নিজেরা কোনো ভূমিকাই রাখতে পারে না। সেটাও বিএনপির ভেবে দেখা উচিত।

এমন পরিস্থিতিতে দেশের সংকট মোকাবিলায় বিএনপির ভূমিকার সমালোচনা করে সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি বর্তমানে করোনায় আক্রান্ত। 

তিনি বলেন, বিএনপি করোনায় আক্রান্ত হয়ে রাজনীতিতে মাজাভাঙা অবস্থায় রয়েছে এবং এতটাই করোনাগ্রস্ত যে, রাস্তায় নামতে পারে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ এক নেতা বলেন, ভঙ্গুর সাংগঠনিক অবস্থা এবং অদক্ষ নেতৃত্বের কারণেই জনগণ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে বিএনপি। ফলে দেশের চলমান করোনা সংকট সহ বন্যা বা অন্য যেকোনো পরিস্থিতিতেই  কার্যতভাবে ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বিএনপি। ফলে দিশেহারা অবস্থা দলটির।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –