• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিজিবির ধাওয়ায় বস্তাভর্তি ফেনসিডিল ফেলে পালাল চোরাকারবারি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিজিবির ধাওয়ায় বস্তাভর্তি ফেনসিডিল ফেলে পালিয়েছে দুই চোরাকারবারি। এ সময় ৩৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ওই উপজেলার অনন্তপুর সীমান্তের বড়ইতলায় এ ঘটনা ঘটে।

১৫ বিজিবির কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হক জানান, সকালে বড়ইতলা সীমান্ত দিয়ে দুই চোরাকারবারি ভারত থেকে বস্তাভর্তি ফেনসিডিল নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। ওই সময় অনন্তপুর বিওপির টহল দল তাদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা খুলে ৩৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের দাম আনুমানিক এক লাখ ৪৯ হাজার ৬৩০ টাকা। এগুলো ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ধ্বংস করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –