• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিরামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

দিনাজপুর জেলার বিরামপুরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় (অগ্রাধিকার তালিকাভুক্ত) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণাদি (বীজ ও সার) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে এসব বীজ ও স্যার বিতরণ করা হয়।

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার তালিকভুক্ত কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৩১০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। কৃষকেরা যেন স্বল্প খরচে বেশি লাভবান হয় সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন। 

এসময় উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –