• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিশ্বকাপ বাছাই: ৪ ম্যাচে ৯ গোলে জড়িত নেইমার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুন ২০২১  

ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে জয়যাত্রা অব্যাহত রেখেছে ব্রাজিল। আজ বুধবার সকালে প্যারাগুয়ের মাঠে ২-০ গোলে জিতেছে সেলেসাওরা। দুই গোলেই অবদান রয়েছে নেইমারের। প্রথম গোলটি করেছেন তিনি আর লুকাস পাকুয়েতার করা দ্বিতীয় গোলটিতে অ্যাসিস্ট রয়েছে তার।

বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এই ৬ ম্যাচের সবগুলোতেই জিতেছে ৫ বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার থেকেও ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে দলটি।

এই বাছাই পর্বে সবগুলো ম্যাচে খেলেননি নেইমরা। ৬টির মধ্যে ৪টি ম্যাচ খেলেছেন এই পিএসজি তারকা। এই চার ম্যাচে সরাসরি ৯ গোলে জড়িত নেইমারের নাম। চার ম্যাচে ৫টি গোল করেছেন নেইমার আর অ্যাসিস্ট করেছেন আরও চারটি গোলে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –