• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বেরোবির ছুটি বাড়লো ৩০ জুন পর্যন্ত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুন ২০২১  

করোনা পরিস্থিতির কারণে আগামী ৩০ জুন পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছুটি বাড়ানো হয়েছে। রোববার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণরোধ ও সাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এরইপূর্বে ঘোষিত ছুটির ধারাবাহিকতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম (ক্লাস ও পরীক্ষা) আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। সেই সঙ্গে আবাসিক হলসমূহও বন্ধ থাকবে। তবে শিক্ষকগণ অনলাইনে ক্লাস নিতে পারবেন।

একইসঙ্গে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/দফতর/ শাখাসমূহ বন্ধ হলেও দাফতরিক প্রয়োজনে সব বিভাগ/দফতর/শাখাসমূহ সীমিত জনবল নিয়ে আগামীকাল (১৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। দফতর প্রধানগণ ডিউটি রোস্টার তৈরি পূর্বক সাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব মেনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন নিশ্চিত করবেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –