• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বোচাগঞ্জে কোইকা-জিএনবির নিরাপদ প্রসূতি কেন্দ্র পরিদর্শন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০  

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) যৌথ সহযোগিতায় জিএনবির কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্পের আওতায় নিরাপদ প্রসূতি কেন্দ্র পরিদর্শন করেছেন পরিবার পরিকল্পনার রংপুর বিভাগীয় পরিচালক মো. মাহবুব আলম। 

দুপুরে উক্ত নিরাপদ প্রসূতি কেন্দ্রের আধুনিক ডেলিভারী সংক্রান্ত যন্ত্রপাতি ও সুযোগ সুবিধা ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প ম্যানেজার কর্নেলিউস ডালবৎ, দিনাজপুরের উপ পরিচালক ডা. আবু নছর নরুল ইসলাম চৌধুরী, জেলা কনসালটেন্ট ডা. রেজাউল করিম, বোচাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  জাকিরুল ইসলাম, এমওএমসিএইচ বোচাগঞ্জ ডা. শাহ শামীমা আলমসহ প্রকল্পের অন্যান্য কর্মকতা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ও ২নং ইশানিয়া ইউনিয়নে আধুনিক নিরাপদ প্রসূতি কেন্দ্র নির্মাণ করেন কোইকা। সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা এখানে প্রসূতি মায়েদের সেবা প্রদান করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –