• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার বড় লিড

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১  

সিডনিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৪ রানের লিড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিদের করা ৩৩৮ রানের জবাবে ২৪৪ রানে অলআউট হয়েছে ভারত। 

২ উইকেটে ৯৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অজিঙ্কা রাহানেরা। প্যাট কামিন্সদের দুর্দান্ত বোলিং ও নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিতে রান আউটের কারণে ২৪৪ রানেই থেমে যায় ভারতের ইনিংস।

ওপেনার শুভমান গিল ও চেতশ্বর পুজারা ৫০ রান করে করেন। রবিন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ২৮ রানে। রোহিত শর্মা করেন ২৬ রান আর অধিনায়ক অজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ২২ রান।

অজিদের পক্ষে প্যাট কামিন্স ৪টি ও জশ হ্যাজলউড ২টি উইকেট লাভ করেন। রান আউটের শিকার হয়েছেন তিন ভারতীয় ব্যাটসম্যান।

চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১ এ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে একই ব্যবধানে জয়লাভ করে ভারত। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –