• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভারতের সঙ্গে সংঘর্ষের ভিডিও প্রকাশ করলো চীন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১  

গত বছরের জুনে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় একতরফা প্রাণহানি ঘটেনি ভারতের। এতদিনে সে কথা স্বীকার করেনি চীন।

অবশেষে ৮ মাস পর গলওয়ান সংঘর্ষে ভারতের পাশাপাশি চীনেরও বেশ কয়েকজন সেনা প্রাণ হারান বলে জানান দিল চীন। গতকাল শুক্রবার তা স্বীকার করার সঙ্গে সঙ্গে ঘটনাটির ভিডিও দেখালো বেইজিং।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে জানা গেছে, ওই দিনের হাতাহাতির ঘটনার একটি ভিডিও সে দেশের সরকারি সম্প্রচারমাধ্যমে দেখানো হয়েছে। অনেকের ধারণা, চীনের অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমিত করতেই ওই ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই দেশের সেনাবাহিনী হাতাহাতি করছে। দুই দেশের সেনাবাহিনী কীভাবে মুখোমুখি হয়েছিল সেটিও ওই ভিডিওতে আংশিকভাবে দেখা যাচ্ছে।

চীনা সরকারি সম্প্রচারমাধ্যমের বিশ্লেষক শেন শিওয়েই ভিডিওটি টুইটারে আপলোড করে লিখেছেন, গত বছরের জুনে গলওয়ান উপত্যকার ভিডিও। এটা দেখাচ্ছে কীভাবে ভারতীয় সীমান্তবাহিনী চীনের দিকে অনুপ্রবেশ করছে।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুন গলওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে প্রাণ হারান ২০ জন ভারতীয় সেনা। তখন চীনা সেনাবাহিনীরও প্রাণহানি ঘটেছিল বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –