• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ভুটান এ্যাম্বাসীর চিলমারী নদীবন্দর পরিদর্শন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

কুড়িগ্রামের চিলমারী নদী বন্দর পরির্দশন করলেন রয়েল ভুটান এ্যাম্বাসীর সিডিএ. এ. আই মি: কিজাং ওয়াংচুক। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর (ট্রেড) মি: ডুমাঙ। বাংলাদেশ থেকে সহজে পণ্য পরিবহনের জন্য বন্দরের সক্ষমতা ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন তারা। 

মঙ্গলবার সকালে পরিদর্শনের সময় বাংলাদেশের পক্ষে চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবীক্রম, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা, চিলমারী থানার অফিসার ইনচার্জআমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আল মাহমুদ হাসান, সহকারি রাজস্ব কর্তকর্তা এসডি আখতারুল ইসলাম প্রমুখ।

ভুটান এ্যাম্বাসীর কর্মকর্তাগণ জানান, ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুটান সফরে যান এবং চলতি বছর ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসলে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ১৬টি পণ্য আনা নেয়ার ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বন্দরগুলো পর্যবেক্ষণ করছেন তারা। ভারতের ধুবড়ী থেকে বাংলাদেশের নারায়াণগঞ্জ বন্দর হয়ে ভুটানের মালামালা আনা নেয়া করা হবে বলে তারা জানান। চিলমারী বন্দরের অবকাঠামো নির্মিত হলে চিলমারী নদীবন্দর ব্যবহার করা হবে বলে তারা জানান।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –