• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভুরুঙ্গামারীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দেওয়ানের খামার গ্রামের ফেডারেশন পাড়া থেকে চুলুর বিল পর্যন্ত কাঁচা রাস্তাটি সংস্কার করল এলাকাবাসী। পূর্ব দেওয়ানের খামার জামে মসজিদ সমাজের উদ্যোগে গত শনিবার ফজরের নামাজ শেষে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার ও মেরামত করেন তারা।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার ঘনবসতিপূর্ণ একটি গ্রাম। গ্রামটির পাশ দিয়ে চলে গেছে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক পথ। উক্ত সড়কের পূর্বে দেওয়ানের খামার গ্রামের ফেডারেশন পাড়া থেকে চুলুর বিল পাকা রাস্তা পর্যন্ত প্রায় ১কিঃমিঃ কাঁচা রাস্তা। গত বর্ষা মৌসুমে পানি জমে বিভিন্ন স্থানে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দিয়ে প্রায় ৫ হাজার লোক প্রতিনিয়ত যাতায়াত করে। যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে নিজ বাড়ী থেকে কোদাল নিয়ে এলাকার  ৫০ জন স্বেচ্ছাসেবক রাস্তাটির প্রায় ১ কিঃমিঃ সংস্কার ও মেরামত করে দেয়।

ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব কমান্ডার জানান, বর্ষা মৌসুমে রাস্তাটিতে পানি জমে প্রতিনিয়ত কাঁদার সৃষ্টি হয়। সরকার প্রতি বছরই ইটের খোয়া, বালু ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করলেও বর্ষার পরে আবারও রাস্তাটিতে খানা খন্দক তৈরি হয়। সরকারের কাছে অনুরোধ রাস্তাটি যেন পাকা করা হয়। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –