• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মুশতাকের মৃত্যু: কারা কর্তৃপক্ষের অবহেলা পায়নি তদন্ত কমিটি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২১  

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো অবহেলা খুঁজে পায়নি তদন্ত কমিটি।

কারা কর্তৃপক্ষের গঠন করা তিন সদস্যের এই কমিটি বুধবার রিপোর্ট জমা দিয়েছে৷ প্রতিবেদনটি এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মুশতাকের মৃত্যুর ঘটনায় একজন সিনিয়র জেল সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছিল। একই ঘটনায় পৃথক পাঁচ সদস্যের কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। এছাড়া মুশতাকের মৃত্যুর কারণ জানতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।

বৃহস্পতিবার কারাগারে বন্দি মুশতাক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –