• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মেক্সিকোর প্রেসিডেন্ট করোনা আক্রান্ত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

মেক্সিকোর প্রেসিডেন্ট আঁন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে তার লক্ষণ হালকা পর্যায়ের এবং তিনি এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার ব্যাপারে আশাবাদী।

তিনি বলেছেন, আমি সবাইকে বলতে চাই যে, করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছি। তবে হালকা লক্ষণ রয়েছে। এরই মধ্যে আমি চিকিৎসা নেওয়া শুরু করেছি। এক টুইট বার্তায় তিনি এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, বরাবরের মতোই আমি আশাবাদী। 

এদিকে মেক্সিকোতে করোনাভাইরাস ছড়ানোর জেরে ব্যাপক  সমালোচনার শিকার ৬৭ বছর বয়সী লোপেজ।এছাড়া লকডাউন দিতে দেরি করা এবং সমাবেশ থেকে অন্যান্য অনুষ্ঠান চালিয়ে যাওয়া, সমর্থকদের না থামিয়ে আলিঙ্গন এবং করমর্দন করেও তিনি সমালোচিত। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও মাস্ক পরে থাকেন না তিনি। সে কারণেও মেক্সিকোর প্রেসিডেন্টের দুুর্নাম রয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –