• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ছাত্র নিহত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক ছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের উত্তর ব্যাপারীহাট কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত এক ছাত্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত মামুন নাগেশ্বরী পৌরসভা এলাকার মাছুরখামার গ্রামের আবু বক্করের ছেলে। রংপুরে চিকিৎসাধীন তৈয়ব বাঁশেরতল এলাকার এছাহাক আলীর ছেলে। তারা দুইজনই নাগেশ্বরী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে দুই বন্ধু মামুন মিয়া ও তৈয়ব আলী ভূরুঙ্গামারী যাওয়ার পথে সন্তোষপুর ইউপির কদমতলায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়। সেখান থেকে দুইজনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। তৈয়ব আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমুর শ্যালক নিহত মামুন মোটরসাইকেল চালাচ্ছিল। আহত তৈয়ব আলীর অবস্থাও আশঙ্কাজনক।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –