• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে চর রাজিবপুর বাজারে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

রাজিবপুর উপজেলার রাজিবপুর বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে যত্রতত্র। বাজারের সব আর্বজনা ফেলা হচ্ছে কাঁচাবাজারের পশ্চিম পাশে কিবরিয়া মেম্বারের ঘরের কাছে।

এছাড়া রাজিবপুর বাজারের কসাইখানা থেকে গরু জবাইয়ের পর অপ্রয়োজনীয় অংশ ফেলা হয় ঐ স্থানেই।

বাজারে আসা ক্রেতা মোস্তাফিজুর বলেন, বাজারসংশ্লিষ্ট কমিটির অহেলার জন্যই এ অবস্থা। দুর্গন্ধে বাজারে টেকা দায়।

রাজিবপুর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন, বাজারের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য চেষ্টা করছি।

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম বলেন, স্থান পরির্দশন করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –