• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রাজিবপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রাম বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

কুড়িগ্রামের রাজিবপুরে নানা আয়োজনে ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ভোর ৬টা ৩১ মিনিটে ৩১ বার তোপধ্বনী ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি ঘোষনা করে উপজেলা প্রশাসন। সকাল ৭ টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোভাযাত্রা ও মিছিলসহ রাজিবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা তুলে কর্মসূচির ঘোষণা করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী,আনসার ভিডিপি,বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্যদের নিয়ে কুজকাওয়াজ ও বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মঞ্চ থেকে ইউএনও মো: মেহেদী হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম, ওসি রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুস সবুর ফারুকী, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া মেম্বার, যুবলীগ সভাপতি মাস্টার আজিবর রহমান প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –