• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১  

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় দেশের ১১ সদস্যের প্রতিনিধি অংশগ্রণ করেন।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে  হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার ঝাউরানী সীমান্ত এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি'র লে. কর্নেল এস এম তৌহিদুল আলম ও ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন কমান্ড্যান্ট শ্রী অভিনাশ রঞ্জন।

জানা গেছে, বৈঠকের আলোচনার বিষয় ছিল- সীমান্তে মাদকদ্রব্য, গবাদি পশু, নারী-শিশু পাচার-রোধসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ, সীমান্তে শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে এক সারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্তের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি'র লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বলেন, ‘শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়েছে। বিএসএফ আশ্বস্ত করেছে ভুলবশত কোনও বাংলাদেশি ভারতের সীমানায় প্রবেশ করলে বিজিবি’র কাছে হস্তান্তর করা হবে।’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –