• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘শিগগিরই মেঘনা নদীর নিচ দিয়ে টানেল নির্মাণ করা হবে’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যেভাবে পদ্মাসেতু হয়ে গেল, তেমনি শিগগিরই মেঘনা নদীর নিচ দিয়ে টানেল নির্মাণ করা হবে। এতে চাঁদপুরের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ সহজ হবে বলে জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

শুক্রবার বিকালে শরীয়তপুরের সখিপুর থানার ‘মালবাজার জয় বাংলা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন। 

উপমন্ত্রী বলেন, শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। তার হাত ধরেই বাংলাদেশের প্রতিটি এলাকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা দেয়া হচ্ছে। উন্নয়নের এক মডেলে পরিণত হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজালাল মালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা এলজিইডি প্রকৌশলী শাজাহান ফরাজী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান শিকদার, সখিপুর থানা আওয়ামী লীগ সভাপতি হুমায়ূন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, শংকর চন্দ্র বৈদ্য, কাইয়ূম পাইক, নাহিদুর রহমান স্বপন শিকদার, আবদুল খালেক খালাসী, রাসেল আহমেদ পলাশ প্রমুখ। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –