• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শিশুকে পেটানোর ঘটনায় কুড়িগ্রামের সেই শিক্ষক গ্রেফতার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১  

শিশুকে পেটানোর ভিডিও দেখে শিক্ষককে গ্রেফতার কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে অমানবিকভাবে পেটানোর ভিডিও দেখে অভিযুক্ত মাদরাসা শিক্ষক আবু সাইদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে ওই উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আবু সাইদ একই উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হবিবর রহমানের ছেলে।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, পাথরডুবি ঢেবঢেবি বাজার কিসমত-কুলসুম কওমি নূরানী ও হাফেজিয়া মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বাড়ির কাজ না লিখে অন্য লেখা জমা দেয়ার অপরাধে ১৯ এপ্রিল সাত বছর বয়সী ওই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন শিক্ষক আবু সাইদ। ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে মাদরাসা কমিটি সালিশ বৈঠকের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –