• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সব জেলায়-উপজেলায় হবে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়:সমাজকল্যাণমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

দেশের সব জেলা ও উপজেলায় একটি করে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ। মন্ত্রী বলেন, এ বছরেই প্রতি জেলায় একটি করে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা হবে। পরবর্তীতে উপজেলাগুলোতেও একটি করে এ বিদ্যালয় স্থাপন করার প্রক্রিয়া চলছে।

শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলেজমোড়ে গোলাপ খাঁ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। গোলাপ খাঁ ট্রাস্টের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম- ১ আসনের এমপি আছলাম হোসেন সওদাগর, গোলাপ খা শিশু সদনের পরিচালক বিলকিছ আরা বানু, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান প্রমুখ।

জেলা ও উপজেলায় একাধিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় গড়ে ওঠা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যত্রতত্র বিদ্যালয় করা হলেও নীতিমালার বাইরে কোনো বিদ্যালয় সরকারি সুবিধা পাবে না। এসব প্রতিষ্ঠানের কোনো ভবিষ্যৎ নেই বলেও জানান তিনি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –