• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে টিভি আয়োজন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো হাতে নিয়ে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানমালার। ২৬ মার্চ দেশের চ্যানেলগুলোতে প্রচারিত হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান, বিশেষ নাটক, তথ্যচিত্র, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠ, আলেখ্যানুষ্ঠান, আলোচনা ও ম্যাগাজিন অনুষ্ঠান এবং লাইভ কনসার্ট।

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ জানান, মীর বরকতের উপস্থাপনায় মহান স্বাধীনতা দিবসের কবিতা নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান প্রচারিত হবে সকাল ১০ টা ১৫ মিনিটে। এই অনুষ্ঠানে ৮টি কবিতা পাঠ করবেন আহকাম উল্লাহ, ইকবাল খোরশেদ, জয়ন্ত চট্টপ্যাধ্যায়, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী, ডালিয়া আহমেদ, লায়লা আফরোজ ও সুপ্রভা সেবতী। জাহিদ রেজা নূরের উপস্থাপনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘৫০ শে বাংলাদেশ’ প্রচারিত হবে ১১টা ২৫ মিনিটে। মহান স্বাধীনতার পটভূমি, ইতিহাস, বঙ্গবন্ধুর অবদান এসব বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সেলিনা হোসেন, আমিনুল ইসলাম আমিন ও মারুফ রসুল। নাচ, গান, নাট্যাংশ, তথ্যচিত্র ও সাক্ষাৎকারের সমন্বয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হবে ১২ টা ১৫ মিনিটে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত শিল্পীদের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতার গান’ প্রচারিত হবে ৩টা ২৫ মিনিটে। জাতীয় প্যারেড স্কয়ার, শেরে বাংলা নগর থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

বিশেষ নাটক ‘খুনঘর’ প্রচারিত হবে ৯টায়। হারুন রশীদের রচনা এবং প্রযোজনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মনির আহাম্মেদ শাকিল, ঝুনা চৌধুরী, আহসানুল হক মিনু, রেজওয়ান পারভেজ সামস, আরেফিন, সাজনাদুল ইসলাম (সাজু), দিলরুবা দোয়েল, রমিজ রাজু, অবাক রায়হান, শাকিলা আকতার, জাহিদুল ইসলাম প্রমুখ। ওয়ারফেজ ব্যান্ড দলের শিল্পীদের অংশগ্রহণে লাইভ কনসার্ট সরাসরি সম্প্রচারিত হবে রাত ১০ টা ৩০ মিনিটে।

চ্যানেল আই

স্বধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান আয়োজনে ওই দিন সকাল ১১.০৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। অনুষ্ঠানটি বরাবরই উপস্থাপনা করেন আফজাল হোসেন। প্রতিবারের মতো এবারও দেশের গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। খ্যাতিমান শিল্পীদের মুক্তিযুদ্ধের চিত্রাংকনসহ অনুষ্ঠানে থাকবে কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণ পর্ব। এছাড়া ওদিন সকাল ৭.৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে দেশের গানের অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। এছড়া ২.৩০ মিনিটে চ্যানেল আই দেখাবে মুক্তিযুদ্ধের বিশেষ টেলিছবি ‘রাঙ্গাভুবন’। এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাসুম আজিজ, শেলি আহসান প্রমুখ। মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে ‘জন্মভূমি’ অনুষ্ঠানে গান গাইবেন শিল্পী দিনাত রাজীব, চম্পা বনিক ও স্মরণ। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নিবেন সংগীতশিল্পী কাদেরী কিবরিয়া, তিমির নন্দী ও ইন্দ্রমোহন রাজবংশী, রোমানা ইসলাম, হায়দার হোসেন, দেবলিনা, ঝিলিক ও প্রিয়াংকা বিশ্বাস।

রাত সাড়ে ৯টায় গানের মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’-এ দেখানো হবে সঙ্গীতশিল্পী ন্যান্সি, ইমরান, আনিকা ও মাসুমের গাওয়া ‘ধন ধান্য পুষ্প ভরা’, সাঈদা তানির ‘জেনে গেছি’ এবং কাজী শুভ ও হ্যাপীর ‘আমার বাংলাদেশ’ শিরোনামে মিউজিক ভিডিও। স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘৭১ ও একটি পাতা’ প্রচার হবে রাত ৮টা ৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, নওশীন, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, ইকবাল হোসেন, সাজু মেহেদী প্রমুখ।
একুশে টেলিভিশন

২৬ মার্চ সকাল ৭টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আমি বীরাঙ্গনা বলছি’। দুপুর ১টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘তিনি জ্বেলেছিলেন স্বাধীনতার আগুন’। বিকাল ৩টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রচার হবে বিশেষ বাংলা চলচ্চিত্র ‘হাঙ্গর নদী গ্রেনেড’। রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘মুক্তির ছোট গল্প’। যুদ্ধাহত এক বীর মুক্তিযোদ্ধার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, দৌলত, খলিলুর রহমান কাদেরী,ফরহাদ ঠাকুর ও সায়কা আহমেদ’সহ অনেকে।

বৈশাখী টেলিভিশন

স্বাধীনতা দিবসে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে তিন সিনেমা। সকাল ১০.৫৫ মিনিটে প্রচার হবে শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি অভিনতীত ছবি ‘জীবন ঢুলি’। দুপুর ২টা ৪৫ মিনিটে সোহেল রানা, সুচরিতা, অরুনা বিশ্বাস, দোদুল অভিনীত ‘হাঙ্গর নদী প্রেনেড’ ছীব। রাত ১২টায় দেখানো হবে হেলাল খান, শমী কায়সার, ববিতা অভিনীত ‘হাছন রাজা’ ছবি।

মাছরাঙা টেলিভিশন

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। বিকাল ৪.৩০ মি. থেকে ৬ টা এবং ৬.৩০ মি. থেকে রাত ৮ টা পর্যন্ত সরাসরি সম্প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’। ৬ টা থেকে ৬.৩০ মি. পর্যন্ত প্রচারিত হবে জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’ অবলম্বনে অনুনাটক ‘৭১-এর দিনলিপি’। আশফাকুর রহমান আশিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, মৌসুমী নাগ প্রমুখ। রাত ৮ টায় প্রচারিত হবে শওকত ওসমানের ‘দুই ব্রিগেডিয়ার’ গল্প অবলম্বনে অনুনাটক ‘অগ্নিপুরুষ’। আশফাকুর রহমান আশিক পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন শামস সুমন, বন্যা মির্জাসহ আরো অনেকে। রাত ৯ টায় থাকছে নাটক ‘সারথি’। লোকমান হোসেনের রচনা ও শুভ্র আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন রওনক হাসান, তাহমিনা অথৈ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। রাত ১০.৩০ মিনিটে ফোনোলাইভ কনসার্ট ‘রাঙা রাত’-এ গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা ইসলাম।

এনটিভি

রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘বিউটি বোডিং ৭১’। মেজবাহ উদ্দীনের রচনায় ও আবু হয়াত মাহমুদের পরিচলনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিশাত প্রিয়ং, সুজাত শিমুল, নামিজ রাজু, এসএম মোহসিন ও টুটুল।

আরটিভি

১২টা ১০মিনিটে নির্বাচিত টেলিফিল্ম। ২টা ১০মিনিটে শাকিব খান, পূর্ণিমা অভিনীত বাংলা ছায়াছবি ‘মা আমার স্বর্গ’। ৫ টা ৩০ মিনিটে নির্বাচিত নাটক/টেলিফিল্ম। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে সন্ধ্যার সংবাদ। ৭ টা ৩০ মিনিটে টকশো: ‘এই মুহূর্তে বাংলাদেশ’। রাত ৮টায় স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘অসমাপ্ত’। সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। রাত ৯ টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, সালহা খানম নাদিয়া, আ খ ম হাসান, জামিল হোসেন, আরফান আহমেদ, আব্দুলাহ রানা প্রমুখ। রাত ১০ টায় ধারাবাহিক নাটক ‘অফ দ্য রেকর্ড’। শফিকুর রহমান শান্তনুর রচনায় ও সৈয়দ শাকিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, এফ.এস নাঈম, নিলয় আলমগীর, শবনম ফারিয়া, নাদিয়া নদী, রওনক হাসান, সাজু খাদেম, আরফান আহমেদ প্রমুখ। রাত ১১ টা ২০ মিনিটে স্বাধীনতা দিবসের বিশেষ মিউজিক্যাল লাইভ ‘ফোক স্টেশন’-এ গান করবেন রাশেদ এবং তানজিম মিথিলা।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –