• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হিলি দিয়ে ভারতে আটকে পড়া আরও ৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

কলকাতার বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া ৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

গতকাল শুক্রবার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেন। এ নিয়ে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন মোট ২৫৯ জন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজকেও এ ইমিগ্রেশন দিয়ে ৪ জন দেশে ফিরেছেন।

তিনি আরও বলেন, অ্যান্টিজেন টেস্ট শেষে তাদের স্থানীয় আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারতফেরত যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে আসলেও তাদের করোনা টেস্ট করছি। এখন পর্যন্ত ভারতফেরত ৯ যাত্রী করোনায় শনাক্ত হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –