• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

রংপুরে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২১  

রংপুরে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের প্রধান জামাত কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় মোনাজাত।

করোনামুক্ত করতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তৌফিক দিতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়াও ফিলিস্তিনসহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করতে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। ১০ মিনিটব্যাপী চলা মোনাজাতে আল্লাহ্‌র কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট বড় সব বয়সী মুসল্লিরা।

প্রধান জামাত ছাড়াও কেরামতিয়া জামে মসজিদে ১ম জামাত সকাল ৯টা এবং ২য় জামাত সকাল ১০টা, ধাপ লালকুঠি বাইতুল নুর জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, কারমাইকেল কলেজ জামে মসজিদে সকাল ৯টা, রাধাবল্লভ তাকওয়া জামে মসজিদে ১ম জামাত সকাল সাড়ে ৮টা ও ২য় জামাত সকাল সাড়ে ৯টা এবং পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮টা ৩০মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রংপুর নগরের কাচারি বাজার কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাতে সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –