• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

রাজিবপুরে ইসতিসকা নামাজ আদায় ও দোয়া প্রার্থনা 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

প্রচন্ড খরা,অনাবৃষ্টিতে মাঠ-ঘাট জলশুন্য। চারিদিকে শুধু খাঁ খাঁ রোদ্র।  এমন পরিস্থিতিতে আল্লাহর রহমত ও মেহেরবানী পাওয়ার আশায় শনিবার সকাল সাড়ে ১০টায় রাজিবপুরে ইসতিসকা নামাজ আদায় করেছে এলাকাবাসী। স্থানীয় রাজিবপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে,রাজিবপুর ওলামা মাশায়েখ কমিটির আহবানে ওই ইসতিসকা সালাতের আয়োজন করা হয়।

শনিবার সকাল ৯টা থেকে রাজিবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসল্লী,মাদ্রাসার শিক্ষার্থী,জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ ওই সালাতে শরিক হন। ইসতিসকা নামাজে ইমামতি ও দোয়া প্রার্থনা করেন,রাজিবপুর  সরকারি ডিগ্রি কলেজের আরবি প্রভাষক মাওলানা মো: শফিকুল্লাহ। 

এর আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা আবদুল লতিফ, মাওলানা হাফিজুর রহমান,মাওলানা আশরাফ সিদ্দিকী,মাওলানা হাবিবুল্লাহ ও উপজেলা ওলামা মাশায়েখ কমিটির সাধারন সম্পাদক ক্বারী সাইফুল ইসলাম। সালাত শেষে ঘন্টা ব্যাপী মোনাজাতে আল্লাহর মেহের বানীর বৃষ্টি চেয়ে ও দেশের মঙ্গল কামনা করে প্রার্থনায় মশগুল হন মুসল্লীগণ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –