• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

চিলমারীতে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে ১২বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের প্রতিবন্ধী ওই শিশুটি নিখোজ হয়।এরপর ওই দিন সন্ধ্যা ৭টার দিকে পাশ্ববতীর্ পুকুরের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম মোহাইমিলুন(১২)। সে ওই এলাকার আব্দুল হাকিমের দ্বিতীয় সন্তান।

সরেজমিনে,ওই শিশুর বাড়িতে গিয়ে জানা গেছে,বুধবার বিকেল ৩টার পর থেকে প্রতিবন্ধী মোহাইমিলুনকে বাড়িতে দেখা যায়নি।পরে পরিবারের সকলে বিভিন্ন স্থানে খোঁজখুজি করে না পাওয়ায় এলাকায় মাইকিং করার প্রস্তুতি নেয়া হয়। একপর্যায়ে বাড়ির পাশ্বে থাকা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে ওই প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোক্তার আলী বলেন, ছেলেটা একটু শারীরিক প্রতিবন্ধী ছিলো। সে বিকেলে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় বলে আমি জেনেছি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –