• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

‘জাতির প্রতি দায়বদ্ধতা থেকে মাদরাসায় জাতীয় সংগীত গাইতে হবে’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু বলেছেন, জাতির প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিটি মাদরাসায় জাতীয় সংগীত গাইতে হবে। প্রয়োজনে তারা সরঞ্জাম ছাড়া জাতীয় সংগীত পরিবেশন করবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও জাতির ইতিহাসকে জানতে হবে।

গতকাল বুধবার (২০ জানুয়ারি) বিকেল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল কলেজপাড়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসার খোদেজা-লতিফ হেফজখানা ও লাইব্রেরী ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, ইতিহাস থেকে আমরা দেখেছি বিভিন্ন মুসলিম দেশের আন্দোলনে নারী পুরুষ এক সাথে আন্দোলন করেছে। মাদরাসা মানেই যে আওয়ামীলীগ বিরোধী, এমনটা নয়। ধর্মান্ধিত এক জিনিস আর ধর্মভিরুতা এক জিনিস আমরা হচ্ছে ধর্মভিরু মানুষ। যারা ধর্মের নামে ধর্মান্তর সৃষ্টি করে আমরা সব সময়ই তাদের বিপক্ষে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফোরকান সিকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট বিমল কুমার দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –