• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

‘পোশাক শিল্পের উৎপাদন অব্যাহত রাখতে ঋণ দিয়েছে সরকার’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুন ২০২১  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শ্রমিক ও কর্মচারীদের করোনাকালে ভাতা দিয়ে তৈরি পোশাক শিল্পের উৎপাদন অব্যাহত রাখতে সরকার সহজ শর্তে ১০ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কোভিড সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানের জন্য স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে রফতানিমুখী খাতগুলোর জন্য ৩৩ হাজার কোটি টাকার সহজ শর্তে ঋণ দিতে তহবিল গঠন করেছে সরকার।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পে দেয়া ঋণের সুদ পরিশোধে সহজ শর্ত দেয়া হয়েছে। রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা ৪ শতাংশ হারে দেয়া হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও ৪ শতাংশ হারে অতিরিক্ত সুবিধা দেয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য ছাড়া নতুন বাজার সম্প্রসারণে ৪ শতাংশ সহায়তা দেয়া হচ্ছে। ইউরো অঞ্চলে রফতানিতে বিদ্যমান ৪ শতাংশের অতিরিক্ত ২ শতাংশ হারে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। এছাড়াও তৈরি পোশাক খাতে ১ শতাংশ হারে বিশেষ নগদ সহায়তা দেয়া হচ্ছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –