• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শেখ হাসিনা প্রতারণার রাজনীতি পছন্দ করেন না:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবসময় দেশের মানুষ ও সুশাসনের পক্ষে। তিনি সবার কথা চিন্তা করেন। তিনি কখনো জনগণের হক নষ্ট করে রাজনীতি করেন না। জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি শেখ হাসিনা পছন্দ করেন না।

শনিবার বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ পৌর মার্কেটের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব ও ব্যবসাবান্ধব। মানুষের যতই সমস্যা থাকুক না কেন শেখ হাসিনা যতদিন আছেন, ততদিন বাংলাদেশ পথ হারাবে না।

তিনি আরো বলেন, ইসলাম ধর্মে ব্যবসাকে বিশেষভাবে গুরুত্ব ও ব্যাপক উৎসাহ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারেন সেদিকে সরকার খেয়াল রাখছে। ব্যবসায়ীদের জন্য আরো সুযোগ তৈরি করা হবে। তবে কোনো চাঁদাবাজি, হঠকারিতা করতে দেওয়া হবে না। চাঁদাবাজি করে কেউ ব্যবসার পরিবেশ নষ্ট করতে চাইলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে চারঘাট উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেনসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –