• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

এবার আমনের ভালো ফলন হয়েছে: পরিকল্পনামন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২  

এবার আমনের ভালো ফলন হয়েছে: পরিকল্পনামন্ত্রী                      
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এবার আমনের ভালো ফলন হয়েছে। নতুন বছর ভালোভাবেই শুরু হবে। এত ফলন হয়েছে যে গুদামেও জায়গা হচ্ছে না। এ কারণে সরকার আপাতত চাল আমদানি করতে চাচ্ছে না। রোববার সকালে সুনামগঞ্জের মল্লিকপুরে বিজিবির মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যেসব রুটে মাদক আসে সেগুলো চিহ্নিত করা হবে। মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় নয়।

তিনি আরো বলেন, সুনামগঞ্জে মাঝেমধ্যে বন্যা হয়। বন্যা মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সব সীমান্ত সড়কের উন্নয়ন করা হবে। এজন্য সামাজিক শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা সবচেয়ে জরুরি। আগামী ৫ বছর দেশের উন্নয়ন পরিকল্পনা সরকারের রয়েছে।

বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে এম এ মান্নান বলেন, মানুষের চাহিদা ও জোগানের মধ্যে একটি গ্যাপ সৃষ্টি হয়েছে। এটা বড় কোনো সমস্যা নয়। এটা বিশ্বের সব দেশেই হয়। দেশের মানুষের আয় ক্রমান্বয়ে বাড়ছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, ২৮ বিজিবির পরিচালক মো. মাহবুবুর রহমান প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –