• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

আগস্টে দেশব্যাপী ১৬৬৭ অগ্নিকাণ্ড, ঢাকাতেই ১২৮টি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

চলতি বছরের আগস্টে সারাদেশে ১ হাজার ৬৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে আটজনের মৃত্যু এবং ২৮ জন আহত হয়েছেন। ঢাকা সিটি করপোরেশন এলাকায় আগুনের ঘটনা ঘটে ১২৮টি। এসব অগ্নিকাণ্ডে কেউ মারা যায়নি তবে একজন আহত হয়েছেন।  

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে অগ্নিকাণ্ডের মধ্যে ঢাকা বিভাগে ৪১৬টি, ময়মনসিংহে ৮১টি, চট্টগ্রামে ২৭৬টি, রাজশাহীতে ২৭৭টি, খুলনায় ২৪৪টি, সিলেটে ৫৫টি, বরিশালে ৭৭টি ও রংপুর বিভাগে ২৪১টি ঘটনা ঘটেছে।

মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাস থেকে আগস্টে অগ্নিকাণ্ডের ঘটনা ১৯৬টি বেড়েছে। জুলাই মাসে সারাদেশে ১ হাজার ৪৭১টি আগুনের ঘটনা ঘটেছিল।

এছাড়া গত মাসে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত দুর্ঘটনা ১৪টি, গ্যাস লাইনে ত্রুটিজনিত ১৫টি, লিফট দুর্ঘটনা ৩০টি, ভূমিধস ১৫টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ঘটনা ১০২টি । এর মধ্যে সারাদেশে নদী, পুকুর ও পানিতে ডুবে ৫৭ জন নিহত হন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগস্টে সারাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নি ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ১০৭টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। পাশাপাশি ১ হাজার ৭৭টি কলের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করেছে। ১ হাজার ৬২ জন রোগী পরিবহণ করে সেবা প্রদান করে ফায়ার সার্ভিস।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –