• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

শান্তিপূর্ণ নির্বাচনে সব ব্যবস্থা নেয়া হবে: ইসি আলমগীর

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩  

নির্বাচন অবাধ, সুষ্ঠু  ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর। 

মঙ্গলবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ আলমগীর বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া মানে, যার ভোট তিনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। এ জন্য প্রত্যেক প্রার্থীর প্রতি সমআচরণ, প্রত্যেক প্রার্থীর কর্মীরা নির্বাচনী প্রচারণা যেন চালাতে পারে, প্রত্যেক এজেন্ট যেন ভোট কেন্দ্রে থাকতে পারে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে; এ জন্য যা যা করা দরকার আমরা তাই করবো।

তিনি আরো বলেন, সংখ্যালঘু পরিবারের সদস্যরা যেন ভোটের আগে ও পরে শান্তিপূর্ণভাবে থাকতে পারে; এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে।

এর আগে, তিনি জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম।  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –