• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

‘উন্নত বাংলাদেশ গড়তে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ ইকবাল হোসেন বলেছেন, শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নত হতে পারেনি। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রত্যেক নাগরিককে স্মার্ট হিসেবে গড়ে উঠতে হবে। তাহলেই আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।

রোববার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সৈয়দ ইকবাল হোসেন বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছেন। এখন তার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি।

তিনি আরো বলেন, গ্রামে-গঞ্জে মাদক ছড়িয়ে পড়েছে। মাদক নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে হবে। একটি চক্র মাদকের মাধ্যমে শিক্ষার্থীদের বিপথগামী করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –