• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

পার্বত্য অঞ্চলে উন্নয়ন অব্যাহত থাকবে: কুজেন্দ্র লাল ত্রিপুরা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪  

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম সাম্প্রদা‌য়িক স‌ম্প্রী‌তির জনপদ। সব সম্প্রদায়ের সহাবস্থানকে বজায় রাখার মাধ্যমে পার্বত্য অঞ্চলের উন্নয়ন অব্যাহত রাখা হবে।

মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এক নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম এখন আর পিছিয়ে নেই। প্রতিটি ক্ষেত্রে সমতলের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন আরো তরান্বিত করতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখতের হবে। সবাইকে সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সুনজর আছে। পার্বত্য অঞ্চলে উন্নয়নের ক্ষেত্র আরো বৃদ্ধি করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পুলিশ সুপার মুক্তা ধর প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –