• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

‘পরিকল্পিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে হবে’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪  

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ফরিদপুরে একটি ইকোনমিক জন গড়ে তোলা হবে। সেই সঙ্গে উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে পরিকল্পিতভাবে কাজ করা হবে। ফরিদপুরে জাতির পিতার নামে একটি বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হবে।

মঙ্গলবার ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যাল ‘পিতা এবং মুজিব মঞ্চ’ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, পিতার রক্তাক্ত পথ বেয়েই শেখ হাসিনা এ দেশে এসেছেন এবং পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য এ কে আজাদ, সংরক্ষিত নারী আসনের সদস্য ঝর্ণা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফ প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর ম্যুরালটিতে ২৬ ফুট দৈর্ঘ্য দিয়ে ২৬ মার্চ, ৭টি বেদীতে ৭ মার্চ এবং ১৭টি পিলারে ১৭ মার্চের তাৎপর্য বোঝানো হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –