• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

‘শুধু সীমান্ত নয়, যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২৪  

 শুধু সীমান্ত বা মিয়ানমার নয়, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। 

মঙ্গলবার (৫ মার্চ) জেলা প্রশাসকদের সম্মেলনে (ডিসি) এসব কথা জানান তিনি। এছাড়া সীমান্তে আন্তর্জাতিক শক্তি সম্পৃক্ত হতে যাচ্ছে বলেও জানান তিনি।

তারিক আহমেদ সিদ্দিক বলেন, জনগণের শান্তি ও রোহিঙ্গাদের শৃঙ্খলাপূর্ণভাবে রাখতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন, সেটা মানব। সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে সবসময় প্রস্তুত থাকে। দেশের সংকটে সিভিল প্রশাসন ও সেনাবাহিনী একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়েছে। সেনাবাহিনী ও সিভিল প্রশাসন একযোগে কাজ করেছে। বর্ডারে প্রাণহানি বন্ধে কাজ করছে। স্মাগলিং বন্ধ হতে হবে। সীমান্ত এলাকায় হাট-বাজার বন্ধ করতে হবে। সীমান্তে হত্যা নয়, ইনসিডেন্ট ঘটে।’

ডিসিরা হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাব দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘বৈশ্বিক কারণে হেলিকপ্টার ব্যবহার কমিয়ে দিয়েছি। প্রয়োজনে আর্মির হেলিকপ্টার নিয়ম মেনে দায়িত্বপ্রাপ্তরা ব্যবহার করার বিধান আছে।’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –