• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

দীঘিনালায় দুই শতাধিক পরিবারকে ঈদ উপহার দিলো সেনাবাহিনী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

খাগড়াছড়ির দীঘিনালায় দুই শতাধিক দরিদ্র ও অস-হায় পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী। প্রতি উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাল, তেল, চিনি চা-পাতা, আটা ও লবন।

মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি রিজিয়নে আওতাধীন দীঘিনালা সেনা জোনের আয়োজনে উপজেলার কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগত অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এটি বিতরণ করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ পিএসসি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- দীঘিনালা জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিক, মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, অনারারী লেঃ মো. আবদুল মান্নান, জেসিও কোয়াটার মাষ্টার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুস আলী ও কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা প্রমুখ।

দীঘিনালা সেনা জোনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, দীঘিনালা সেনা জোন সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রমগুলো সত্যিই প্রশংসনীয়।

দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ পিএসসি বলেন, দীঘিনালার শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি দীঘিনালা জোন সদা আর্ত মানবতার সেবায় নিয়জিত। অতীতের ন্যায় ভবিষ্যতেও এধরণের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –