• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

এপিএ’র মাধ্যমে সময়ের পাশাপাশি অর্থ সাশ্রয় হয়েছে: জনপ্রশাসনমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) মাধ্যমে আমরা যেমন কর্মসম্পাদন করার ক্ষেত্রে সময় কমাতে পেরেছি, একই সঙ্গে ব্যাপকভাবে অর্থ সাশ্রয় করতে পেরেছি। 

তিনি বলেন, আমরা ৬৫ শতাংশ অর্থ সাশ্রয় করতে পেরেছি। সময়ও সাশ্রয় করতে পেরেছি। এর মধ্য দিয়ে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সরকার পরিচালনার ক্ষেত্রে কাজ করতে পারছি। 

রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও দফতর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই এবং ২০২২-২৩ অর্থবছরের এপিএ বাস্তবায়নে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, এপিএ’র ফলে ১৫ বছরে শেখ হাসিনার সরকারের সময়ে এত ব্যাপক অর্জন এসেছে। এটি সরকার পরিচালনার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। 

তিনি বলেন, এপিএর মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ডকে গতিশীল করতে পেরেছি। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কি কি কাজ আমরা করব সেই তালিকা করা, কীভাবে করব সেই কর্মপন্থাও নির্ধারণ করা হয়।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন আটটি দফতর-সংস্থার সঙ্গে এপিএ চুক্তি সই হয়। দফতর-সংস্থাগুলোর পক্ষে দফতর-সংস্থাগুলোর প্রধান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে এপিএ চুক্তিতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –