• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন অনিয়ম বিষয়ে প্রেস ব্রিফিং

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

আজ বেলা ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন অনিয়ম ও প্রতারক চক্র ব্যক্তিদের গ্রেফতারের ব্যাপারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেনঃ মোঃ মনিরুজ্জামান (পুলিশ কমিশনার, বিপিএম পিপিএম বার), মোঃ মারুফ হোসেন (ডিসি ক্রাইম, মেট্রোপলিটন রংপুর), মোঃ আবু বক্কর সিদ্দিক (সিটিএসবি রংপুর), মোঃ আরিফুজ্জামান (এসি, মেট্রোপলিটন রংপুর), প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

জানা যায়, মোট গ্রেফতারকৃত  পরীক্ষার্থী ১২জন, শিক্ষক ০৩ জন, প্রতারক সিন্ডিকেট চক্রের সদস্য ৫ জন, সর্বমোট গ্রেপ্তারকৃত ব্যক্তি-২০জন এর মধ্যে পুরুষ ১২ জন মহিলা ০৮ জন । এছাড়াও ১০টি ডিভাইস উদ্ধার করা হয়, মোট ৮০টি মোবাইল জব্দ করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –