• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বেরোবির বাসের ব্যাটারি চুরির ঘটনায় দুইজন কর্মচারীকে শোকজ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩  

 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের একটি বাস থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের বাস গ্যারেজ থেকে চুরির এ ঘটনা ঘটে। এতে দুই কর্মচারীকে শোকজ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোকজের বিষয় নিশ্চিত করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।

শোকজকৃত কর্মচারী হলো- বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড আনোয়ার হোসেন ও সুজন মিয়া। ঘটনা সময় দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ও সিসিটিভি ফুটেজ সূত্র অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ২৭ মিনিট থেকে ৪৫ মিনিটের মধ্যে দুইজন চোর বাস গ্যারেজের দেওয়াল পাড়ি দিয়ে শিক্ষার্থীদের যাতায়াতের ৮ নং বাস থেকে ব্যাটারি চুরি করেন।

দায়িত্বরত সিকিউরিটি মো. সুজন বলেন, প্রচন্ড মাথা ব্যাথার কারণে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর আর জানি না কি হয়েছে, ঘুমের কারণ আমি কিছু দেখি নাই। আমি কিছু বলতে পারছি না। পরে সকালে দেখি ব্যাটারি চুরি হয়ে গেছে।

পরিবহন পুলের পরিচালক ড. শফিকুর রহমান বলেন, আমি ঢাকাতে আছি, ব্যাটারি চুরি হয়েছে বিষয়টা আমি জেনেছি।  দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, এমন ঘটনা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। ঘটনার সময় দায়িত্বরত দুইজন সিকিউরিটিকে শোকজ করা হয়েছে। দায়িত্বরতদের উপযুক্ত কারণ না দেখাতে পারলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –