• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

শাহরুখ, সালমানের প্রতিবেশী হলেন তৃপ্তি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুন ২০২৪  

বলিউডের ‘জাতীয় ক্রাশ’ তৃপ্তি দিমরি। মুম্বাইতে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। ১৪ কোটি রুপি মূল্যের এ ফ্ল্যাটটি বান্দ্রার কার্টার রোডে অবস্থিত। বান্দ্রার কার্টার রোডে শাহরুখ, সালমান, রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রতিবেশী হলেন তৃপ্তি।

মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিম এলাকায় কার্টার রোডের কাছে ১৪ কোটি রুপির একটি গ্রাউন্ড-প্লাস-দুতলা বাংলো কিনেছেন তিনি। তৃপ্তির ২২২৬ স্কয়ার ফিটের ফ্ল্যাটে আছে আধুনিক সব সুযোগ সুবিধা।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’-এ স্বল্প উপস্থিতিতেই নজর কেড়েছেন তৃপ্তি দিমরি। ২০১৭ সালে শ্রীদেবীর ‘মম’ দিয়ে অভিনয় শুরু তৃপ্তির। এরপর সানি দেওলের ‘পোস্টার বয়েজ’ ছবিতে দেখা গেছে তাকে। 

তারপর সকলের নজরে আসেন সাজিদ আলির ‘লায়লা মজনু’ ছবি দিয়ে। ২০২০ সালে ‘বুলবুল’-এ অভিনয় করে প্রশংসা পান তিনি। তারপরেই ‘কলা’ ছবিতে মুগ্ধ করেন দর্শকদের।

তৃপ্তির হাতে এখন একের পর এক প্রজেক্ট। ভিকি কৌশল, এবং অ্যামি ভির্ক অভিনীত ‘ব্যাড নিউজ’ ছবির মূল চরিত্রে রয়েছেন তৃপ্তি। এছাড়াও করণ জোহরের ধড়ক ২-তেও মুখ্য ভূমিকায় থাকবেন তৃপ্তি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –