• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

সুলতানা কামাল-মুনতাসির মামুনের বিরুদ্ধে রিজভীর বক্তব্যের নিন্দা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২  

সুলতানা কামাল-মুনতাসির মামুনের বিরুদ্ধে রিজভীর বক্তব্যের নিন্দা           
মানবাধিকারকর্মী সুলতানা কামাল ও অধ্যাপক মুনতাসির মামুনের বিরুদ্ধে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর রাষ্ট্রদ্রোহমূলক, ভিত্তিহীন ও আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দেড় শতাধিক বুদ্ধিজীবী ও পেশাজীবী। 

সুলতানা কামাল ও মুনতাসির মামুনের বিরুদ্ধে দেওয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করাসহ রিজভীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে সংগঠন ‘ওয়ান বাংলাদেশ’ এর ব্যানারে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

গত ৫ অক্টোবর এক বিক্ষোভ সমাবেশে সুলতানা কামাল ও অধ্যাপক মুনতাসির মামুনের বিরুদ্ধে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা অনেক আগেই এদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছেন। আপনারা কারো ক্রীতদাস হয়ে বাংলাদেশে কাজ করছেন।’

সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে ‘জোরপূর্বক গুমে’র বিষয়ে জাতিসংঘ প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন সুলতানা কামাল। সেখানে তিনি বলেন, ‘মানবাধিকারের বিষয়ে বিএনপির মিথ্যার ইতিহাস রয়েছে।’ 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ান বাংলাদেশ-এর পক্ষ থেকে বলা হয়েছে, রুহুল কবির রিজভী নিজের আপত্তিকর বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ না দিয়ে তাদেরকে 'আওয়ামী লীগের কট্টর গুণ্ডা’ হিসেবে অভিযুক্ত করেছে, যা ভিত্তিহীন বলে মনে করে ওয়ান বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, দেশের এই দুই স্বনামধন্য ব্যক্তি বিএনপির তৈরি মিথ্যা, বানোয়াট ও অস্তিত্বহীন মানবাধিকার ইস্যুতে সমস্বরে কথা না বলার কারণেই তাদের বিরুদ্ধে আপত্তিকর কথাবার্তা বলা হচ্ছে। যা অত্যন্ত ঘৃণিত কাজ বলে আমরা মনে করি। তাই সুলতানা কামাল ও মুনতাসির মামুনের বিরুদ্ধে রিজভীর আপত্তিকর বক্তব্য অতি দ্রুত প্রত্যাহার করা এবং রিজভীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

ওয়ান বাংলাদেশের সভাপতি অধ্যাপক মো. রশীদুল হাসানসহ বিবৃতিতে সাক্ষরদাতারা হলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শাহ্ আজম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের ভাইস চ‌্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, জেট এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের ভাইস চ‌্যান্সেলর প্রফসর ড. লোকমান হাকিম, প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, প্রফেসর ড. অনিমেষ সরকার, প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ড. তরিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, ড. অসীম শিকদার, অধ্যাপক ড. মুহাম্মদ আল মামুন, অধ্যাপক ড. মনিরুজ্জামান,  অধ্যাপক ড. চয়ন গওশোয়ামী, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, অধ্যাপক ড. এ কে এম গোলাম সরোয়ার, অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন, অধ্যাপক ড. গোপাল দাস, ড. রেজওয়ানুল হক, ড. রাখী চৌধুরী, মিসেস তানিয়া আফরিন, মো. তাহমিদ হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. শাহানারা বেগম, অধ্যাপক ড. এমএএম ইয়াহিয়া খন্দকার, অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ড. এমএ সালাম, অধ্যাপক ড. মো. আসলাম আলী, ড. মো. আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন বাবু, ড. আব্দুল আলিম, ড. আউয়াল কবীর জয়, অধ্যাপক ড. মোর্শেদুর রহমান, অধ্যাপক ড. আবু নাসের মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. একেএম আজাদ সাহ, ড. রুবিয়া বানু, ড. মাজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন, সাব্বির আহমেদ, ড. লিয়াকত হোসেন, মাসারাত জাহান, ড. হুমায়ুন আহমেদ, অধ্যাপক ড. আসাদুজ্জামান খান, অধ্যাপক ড. আবুল কাশেম,মো. মিজানুর রহমান রাজীব, ড. শাহানুর আলম, ড. আসলাম হোসেন, ড. ফয়েজ আহমেদ প্রধান, ড. মো. জিয়াউল হক, এরিন জামান, সুরাইয়া ইয়াসমিন, তানজিয়া এনি উম্মে হাবিবা, ড. ইকবাল হোসেন, অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা, ড. মো. মঞ্জুরুল ইসলাম, ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, ড. মো. আলম হোসেন, সহযোগী অধ্যাপক রেজাউল করিম, ড. এম এ মতিন চৌধুরী, তাবিউর রহমান প্রধান, অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাউলাদার, কৃষিবিদ জি.এম মুস্তাকীম, মো. মেহেদি হাসান, অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোর্শেদুর রহমান, অধ্যাপক ড. মো. সেকান্দার আলী, অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, ড. মো. শাহেদুর রহমান, ড. মো. আবু হেনা মোস্তফা জামাল, ড. মো. আব্দুল্লাহ আল মাসুদ, অধ্যাপক ড. মেহের আলী, মো. ইমরান হোসেন, ড. মফিজুর রহমান, মো. জসিম উদ্দিন, অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, ড. হানিফ সিদ্দিকী, অধ্যাপক ড. ওমর ফারুক, অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক ড. হেলাল উদ্দিন, ড. শামছুল আরেফিন, অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনসহ অন্যান্যরা। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –