• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

গাজায় মৃত্যু ১৫ হাজার ছাড়ালো

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩  

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে অন্তত ৬ হাজার ১০০ জন শিশু এবং প্রায় ৪ হাজার নারী রয়েছেন। মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

গাজার মিডিয়া অফিসের একজন মুখপাত্র বলেছেন, গাজার রাস্তা এবং ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরো মৃতদেহ উদ্ধারের পর অঞ্চলটিতে মৃতের সংখ্যা বেড়েছে।

তিনি বলেছেন, নিহতদের মধ্যে ৬ হাজার ১৫০ জনের বেশি শিশু এবং ৪ হাজার নারীও রয়েছেন।

ওই মুখপাত্র আরো বলেছেন, গাজায় এখনো ৭ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। তারা হয় ধ্বংসস্তূপের নিচে আছেন বা তাদের ভাগ্য  ঠিক কী ঘটেছে তা এখনো অজানা। নিখোঁজ এসব ফিলিস্তিনিদের মধ্যে ৪ হাজার ৭০০ জনেরও বেশি নারী ও শিশু।

উল্লেখ্য, গাজায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে। দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চারদিনের এই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –