• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনপদ     

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনপদ। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা নেই সূর্যের। এতে বেড়ে গেছে শীতের মাত্রা। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই বইছে হিমেল হাওয়া। কোথাও কোথাও থেমে থেমে হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তবে বিগত বছরের চেয়ে বুধবার তাপমাত্রা একটু বেশি বলে জানিয়েছে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস। 

রাজারহাট আবহাওয়া অফিসের তথ্য মতে, অন্যান্য বার পৌষের এই সময় কুড়িগ্রামের তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হলেও আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সদরের পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার রিকশাচালক নরুল মিয়া জানান, শীত না থাকলেও শিরশির বাতাসে ঠান্ডা অনুভূত হচ্ছে। কিন্তু আকাশ মেঘলা ও থেমে থেমে বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় আছি।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বায়ু চাপের তারতম্যের কারণে আকাশ মেঘলা এবং থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে পৌষের এই সময়টাতে শীত বেশি থাকে এবং তাপমাত্রা কমে যায়। কিন্তু আজ শীত নেই। তবে হিমেল হাওয়া এবং তাপমাত্রা অনান্য বারের তুলনায় সামান্য বেশি। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৩৫ হাজার ৭০০ কম্বল বরাদ্দ রাখা হয়েছে। এগুলো ইতোমধ্যে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি উপজেলা ভেদে শীতের পোশাক কেনার জন্য ৮-১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –