চরাঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে নামাজের চর মহাবিদ্যালয়
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩

এমপিওভুক্ত যোগ্যতার সব শর্ত পূরণ হলেও এখনো এমপিওভুক্ত হয়নি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউপির নামাজের চর মহাবিদ্যালয়টি। মহাবিদ্যালয়টি চরাঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর দৃপ্ত শপথে ২০১১ সালে স্থাপিত হয়। এখানে ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল বেষ্টিত এলাকাটির আয়তন ১০১ দশমিক ১৩ বর্গ কিলোমিটার। ১ একর ২৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয় এই মহাবিদ্যালয়টি। ২০২১ সালে ১৯ অক্টোবর শর্ত পূরণসহ সব কাগজপত্র দিয়ে এমপিওভুক্ত আবেদন করা হয়।
পাশাপাশি ২০২২ সালে সব শর্ত পূরণসহ আবারো এমপিওভুক্ত করণের জন্যে আপিল আবেদন করা হয়। কিন্তু প্রতিষ্ঠার একযুগেও কলেজটি এখনো এমপিভুক্ত করা হয়নি। এমপিওভুক্ত না হওয়ায় কলেজ শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।
জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউপির নামাজের চর ইউনিয়নটিতে ৩০ হাজারের মানুষের বসবাস। আর তাদের সন্তানদের পড়াশুনা করার জন্য একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে নামাজের চর মহাবিদ্যালয়টি।
মহাবিদ্যালয়টি চলাঞ্চলের ছেলে-মেয়েদের লেখা পড়ার জন্য পাঠদাদের অনুমতি পেয়েছিল ২০১৩ সালের ২২ এপ্রিল। ২০১৭ সালের ৪ ডিসেম্বর প্রথম স্বীকৃতি পেয়ে সুনামের সঙ্গে মহাবিদ্যালয়টি চরাঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর কাজে আত্মনিয়োগ করে।
বর্তমানে মহাবিদ্যালয়টিতে শিক্ষক রয়েছে ১৪ জন, কর্মচারী রয়েছেন ৭ জন। ভর্তির রেকর্ড অনুযায়ী ২০১৮ সালে ১৫০ জন শিক্ষার্থী, ২০১৯ সালে ১৯৮ জন, ২০২০ সালে ৩১৪ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২৪৪ জন শিক্ষার্থী রয়েছেন।
মহাবিদ্যালয়টিতে একটি একাডেমিক বহুতল ভবন রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে বিশেষ বরাদ্দে বিদ্যালয়টি এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারীসহ অধ্যয়নরত শিক্ষার্থী ও এলাকাবাসী।
মহাবিদ্যালয়টির অধ্যয়নরত শিক্ষার্থী- জাকিয়াতারা, আরিফা, মোজাম্মেল হক বলেন, আমাদের এই মহাবিদ্যালয়ের শিক্ষকরা প্রতিনিয়ত আমাদের শিক্ষাদান করাচ্ছেন। নদী ও দুর্গম চরাঞ্চলে বসবাসকারী দিনমজুর পরিবারে জন্ম আমাদের। আমরা নিম্ন আয়ের পরিবারের সন্তান হওয়ায় এই মহাবিদ্যারয়ে আমাদের কোনো ভর্তি ফি নেয়া হয়নি। মাঝে মধ্যে পরীক্ষার ফি ফ্রি করে দেন। আমরা এই মহাবিদ্যালয়ের শিক্ষকদের মানবিক ব্যবহার ও সুষ্ঠু পাঠদানে শিক্ষায় আলোর মুখ দেখছি।
শিক্ষার্থীরা আরো বলেন, মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা মহাবিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এটা দুঃখজনক। এ অবস্থায় নামাজের চর মহাবিদ্যালয়ের দ্রুত সময়ে এমপিওভুক্তকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করা হলে চরাঞ্চলে শিক্ষার আলোর উপকার ছড়িয়ে পড়বে দেশসহ সারা বিশ্বে।
নামাজের চর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব বলেন, শিক্ষক-কর্মচারীরা বেতন ভাতা ছাড়াই এক যুগ ধরে সুনামের সহিত বিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে শিক্ষার পাঠদান চালিয়ে যাচ্ছি। এলাকাটি ব্রহ্মপুত্র নদের দুর্গম চর হলেও শিক্ষার্থীদের পরিবারের কাছে গিয়ে অনুনয় বিনয় করে তাদের সন্তানদের লেখাপড়ামুখী করার জন্য কাজ করছি। শিক্ষার মাধ্যমে উচ্চ শিক্ষায় জ্ঞান ও সনদ অর্জনের করা কাজ চালিয়ে যাচ্ছি।
আধ্যক্ষ আরো বলেন, মহাবিদ্যালয়টি এমপিওভুক্ত করণের সব শর্ত পূরণ হলেও বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছি। এ অবস্থায় নামাজের চর মহাবিদ্যালয়টি এমপিওভুক্ত করণে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এমপিওভুক্ত করণের জোর দাবি জানাই।
উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, নিয়ম ও শর্তপূরণ হলেই এমপিওভুক্ত করার জন্য প্রত্যায়ন দেওয়া হয়। এই নামাজের চর মহাবিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে দেখা গেছে মহাবিদ্যারয়টি এমপিও’র আওতায় আসার সব শর্তপূরণ করেছে। তাই বিদ্যালয়টি এমপিওভুক্ত করা যেতে পারে।
কুড়িগ্রাম- ৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন জানান, ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে সাহেবের আলগা ইউনিয়ন জুড়ে শিক্ষার আলো ছড়ানোর একমাত্র বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠান নামাজের চর মহাবিদ্যালয়টি এখনও এমপিওভুক্ত হয়নি। এবার বিশেষ কোটায় মহাবিদ্যালয়টি এমপিওভুক্ত করার জন্য সংশ্লিষ্ট দফতরে সুপারিশ করবেন বলে তিনি জানান।
– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –- লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস
- মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি
- গোবিন্দগঞ্জে কলেজছাত্রীকে অপহরণ করে বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ!
- চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা
- গাছ পাগল আনোয়ার হোসেন
- প্রথমবারের মতো ফ্রান্স যাচ্ছে দিনাজপুরের লিচু
- `১৩টি বিসিএসে ৪১ হাজার ৫৬৬ জনকে নিয়োগের সুপারিশ`
- ‘অখণ্ড ভারত’ মানচিত্রের ব্যাখ্যা জানতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী
- দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ৪৩ নেতাকর্মী আজীবন বহিষ্কার
- কোরবানির পশুর দুধ পান করা কি জায়েজ?
- সারাদেশে ৫০ লাখ চারা বিতরণ করবে ‘বনায়ন’
- রংপুরে কোরবানির জন্য প্রস্তুত ১৪ লাখ পশু
- কুড়িগ্রামে শ্রমজীবীদের পিপাসা মেটাতে লেবুপানি বিতরণ
- শিশুদের জন্মগত বাঁকা পা কোনো সমস্যা নয়
- ‘পরিবেশ দূষণ রোধে পলিথিন-প্লাস্টিক বর্জন জরুরি’
- জাতীয় পরিবেশ পদক পেলেন বেরোবি’র অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ
- যে লক্ষণগুলোতে বুঝবেন আপনার ভিটামিনের অভাব
- গণমাধ্যমকর্মী বিল যাচাই-বাছাইয়ে আরও ৯০ দিন সময় চান ইনু
- সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার ৮০ শতাংশ কমানোর ঘোষণা
- রাতে না খেয়ে ঘুমালে শরীরে যা ঘটে
- ঐতিহাসিক ছয় দফা দিবস বুধবার
- সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ১২৭ হজযাত্রী
- সুবর্ণ এক্সপ্রেসে আজ থেকে যুক্ত হচ্ছে কোরিয়ান রেক
- ৪৫ ডিগ্রিতে তাপমাত্রা উঠার পূর্বাভাস
- ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে’
- ৬ বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- মালদ্বীপের রাষ্ট্রপতিকে আম পাঠালেন প্রধানমন্ত্রী
- শিশুকে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা যাবে না
- শৃঙ্খলা ভঙ্গকারীরা দলে আসতে পারবেন না: হানিফ
- নির্বাচনে বাধা দিলে শক্ত হাতে প্রতিহত করা হবে: কাদের
- `যুক্তরাষ্ট্রের আমদানি তুলাতে বিষবাষ্প ব্যবহারের প্রয়োজন হবে না`
- মেঘের গর্জন হলে যে দোয়া পড়বেন
- কাঠফাঁটা এই গরমে দুপুরের মেনুতে রাখুন আম-চিংড়ির ভাপা
- বিরল রোগে আক্রান্ত চার বছরের শিশু আকাশ
- আন্দোলনের সময় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি
- সেবাদানে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ
- রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশের উন্নয়নে অনেকের গাত্রদাহ হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী
- শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই গণতন্ত্র ফিরেছে: তথ্যমন্ত্রী
- চিরিরবন্দরে বজ্রপাতে নিহত ১
- মেঘের গর্জন হলে যে দোয়া পড়বেন
- বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি ছিল গৌরবের
- ডোমারে মুখে কালো রং মেখে ডাকাতি করতো তারা
- কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ যারা
- ১১০০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ ইউনূসের বিরুদ্ধে
- টিকটিকি গলায় দিয়ে কানে ঊর্বশী!
- সরকারি খরচে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত
- দুপুরে খাওয়ার পর ঘুম, আদৌ স্বাস্থ্যকর কি?
- আল্লাহর সবচেয়ে প্রিয় এবং পাল্লায় সবচেয়ে ভারী হবে যে দুই বাক্য