• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

ঝড়ে পড়ে থাকা ছেঁড়া তার সরাতে গিয়ে শিশুর মৃত্যু 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুতায়িত হয়ে নুর বাবু (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সোয়াত নামের আরেক শিশু।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত শিশু সোয়াত হোসেন (৪) একই গ্রামের কামরুজ্জামানের ছেলে।

নিহতের চাচা ও আহত শিশুর বাবা কামরুজ্জামান বলেন, সোমবার মধ্যরাতে ঝড় গাছ পড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার রাস্তায় পড়েছিল। আজ সকালে ছাগল নিয়ে খেতে যাচ্ছিল নুর বাবু ও সোয়াত। এ সময় রাস্তায় থাকা ছেঁড়া তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় নুর বাবু।

কামরুজ্জামান আরও বলেন, নুর বাবুকে উদ্ধার করতে গিয়ে আহত হয় সোয়াত। পরে সোয়াতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, আজ সকালে বিদ্যুতায়িত হয়ে নুর বাবু নামের এক শিশু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –