• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঝড়ে পড়ে থাকা ছেঁড়া তার সরাতে গিয়ে শিশুর মৃত্যু 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুতায়িত হয়ে নুর বাবু (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সোয়াত নামের আরেক শিশু।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত শিশু সোয়াত হোসেন (৪) একই গ্রামের কামরুজ্জামানের ছেলে।

নিহতের চাচা ও আহত শিশুর বাবা কামরুজ্জামান বলেন, সোমবার মধ্যরাতে ঝড় গাছ পড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার রাস্তায় পড়েছিল। আজ সকালে ছাগল নিয়ে খেতে যাচ্ছিল নুর বাবু ও সোয়াত। এ সময় রাস্তায় থাকা ছেঁড়া তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় নুর বাবু।

কামরুজ্জামান আরও বলেন, নুর বাবুকে উদ্ধার করতে গিয়ে আহত হয় সোয়াত। পরে সোয়াতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, আজ সকালে বিদ্যুতায়িত হয়ে নুর বাবু নামের এক শিশু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –