• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে ২ কৃষ‌কের মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে ২ কৃষ‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার বি‌কে‌ল সাড়ে ৫টার দিকে মাঠে কাজ কর‌তে‌ গি‌য়ে তা‌দের মৃত‌্যু হয়।

মৃতরা হলেন, জেলার উলিপু‌র উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের গণক পাড়ার শাহাজালাল এবং চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় অবরু শেখ।

স্থানীয় ইউপি সদস‌্য বাচ্চু মিয়া জানান, রানীগঞ্জ ইউনিয়নের চর উদনায় ধান কাট‌তে গিয়ে ৪ কৃষক বজ্রপা‌তে আহত হন। এ সময় তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেয়ার প‌থে অবরু শেখ মারা যান। প‌রে অন‌্যদের উলিপুর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়‌।

অপর‌দি‌কে, উলিপুরে বাদাম ক্ষে‌তে কাজ কর‌তে গি‌য়ে থেতরাই ইউনিয়‌নের চর গোড়াইপিয়ারে শাহাজালাল না‌মে এক কৃষ‌কের মৃত‌্যু হয়ে‌ছে। তি‌নি দলদ‌লিয়া ইউনিয়‌নের গণক পাড়ার বাসিন্দা।

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –