• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে ২ কৃষ‌কের মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে ২ কৃষ‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার বি‌কে‌ল সাড়ে ৫টার দিকে মাঠে কাজ কর‌তে‌ গি‌য়ে তা‌দের মৃত‌্যু হয়।

মৃতরা হলেন, জেলার উলিপু‌র উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের গণক পাড়ার শাহাজালাল এবং চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় অবরু শেখ।

স্থানীয় ইউপি সদস‌্য বাচ্চু মিয়া জানান, রানীগঞ্জ ইউনিয়নের চর উদনায় ধান কাট‌তে গিয়ে ৪ কৃষক বজ্রপা‌তে আহত হন। এ সময় তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেয়ার প‌থে অবরু শেখ মারা যান। প‌রে অন‌্যদের উলিপুর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়‌।

অপর‌দি‌কে, উলিপুরে বাদাম ক্ষে‌তে কাজ কর‌তে গি‌য়ে থেতরাই ইউনিয়‌নের চর গোড়াইপিয়ারে শাহাজালাল না‌মে এক কৃষ‌কের মৃত‌্যু হয়ে‌ছে। তি‌নি দলদ‌লিয়া ইউনিয়‌নের গণক পাড়ার বাসিন্দা।

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –