• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

চিলমারীতে দাদার স্বপ্ন পূরণে পালকিতে বউ আনলো নাতি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুলাই ২০২৩  

 
কুড়িগ্রামের চিলমারীতে দাদার স্বপ্ন পূরণ করতে পালকিতে করে বউ এনেছেন নাতি। গ্রাম-বাংলার হারানো এই ঐতিহ্য হঠাৎ দেখতে পেয়ে এলাকার মানুষ দেখতে ভিড় করেছিল।

শনিবার (১ জুলাই) এমন দৃশ্য দেখা গেছে, উপজেলার রমনা এলাকায়। বর জাকারিয়া সরকার স্ত্রীকে বরণ করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।

জানা যায়, বর জাকারিয়া সরকার উপজেলার রমনা মডেল ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ব্যবসায়ী খলিলুর রহমান সরকারের ছেলে। তিনি বাবার ব্যবসা দেখাশোনা করছেন। কনে ফাতেমাতুজ জোহরা পিয়ার বাড়িও একই এলাকায়। শনিবার বিকেলে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

কনের বাবা আবু জেয়াদ আজাদ বিপ্লব বলেন, পালকি গ্রাম-বাংলার একটি হারানো ঐতিহ্য। এ প্রজন্ম পালকির নাম শুনলেও চোখে দেখেনি। হারানো ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন।

বর জাকারিয়া সরকার বলেন, আমার দাদা ওসমান আলী সরকার মারা গেছেন। দাদার স্বপ্ন ছিল একমাত্র নাতির বিয়ে হবে পালকিতে করে। তার স্বপ্ন পূরণ এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মূলত এ আয়োজন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –