• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাছ ধরার জাল নিয়ে বেরিয়ে নিখোঁজ, বিলের পানিতে মিলল লাশ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩  

 
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিল থেকে মোহাম্মদ আলী (৫৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) উপজেলার উমরমজিদ ইউনিয়নের সোনারপাড় তালুক সুবল গ্রামের গিদারি নদী নামক বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ আলী (৫৫) সোনারপাড় তালুক সুবল গ্রামের মৃত আজিজুল্লাহর ছেলে। 

মোহাম্মদ আলীর চাচাতো ভাই মাইদুল জানান, রোববার (২৭ আগস্ট) বিকেলে মোহাম্মদ আলী মাছ ধরার কারেন্ট জাল নিয়ে বাড়ির পেছনে গিদারি বিলে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজখবর নিয়েও সন্ধান পাওয়া যায়নি। পরের দিন সোমবার সকালে বিলের পানিতে তার লাশ পাওয়া যায়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে পরিবার ও স্থানীয়দের অনুরোধে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

উমরমজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির জানান, মোহাম্মদ আলী এলাকায় সবার প্রিয় মানুষ ছিলেন। খুব সহজ সরল জীবনযাপন করতেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।

রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ ছিল না। পরিবার ও স্থানীয়দের অনুরোধে লাশ দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –