– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণাধীন দেয়াল ভেঙে দেওয়ার অভিযোগ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে স্বাস্থ্য কে‌ন্দ্রের নির্মাণাধীন প্রাচীর দেয়াল ভেঙে দেয়াসহ সরকা‌রি কা‌জে বাঁধা প্রদানের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে, গত শ‌নিবার উপ‌জেলার তবকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ কে‌ন্দ্রে। এ ঘটনায় উপজেলা প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন, উলিপুর থানাসহ সং‌শ্লিষ্ট বি‌ভিন্ন দপ্তরে লি‌খিত অ‌ভিযাগ করা হয়েছে।

অ‌ভি‌যোগ ও স‌রেজ‌মি‌নে ঘু‌রে দেখা গে‌ছে, ১৯৭৮ সা‌লে তবকপুর ইউনিয়ন স্বাস্থ‌্য ও প‌রিবার কল‌্যাণ কে‌ন্দ্রটির কার্যক্রম শুরু হয়। ১৯৮০ সা‌লে এক একর জ‌মির উপর এক‌টি চাক‌চিক্য ভবন গ‌ড়ে ও‌ঠে। আগামীতে সে‌টি ১০ শয্যা বি‌শিষ্ট এক‌টি হাসপাতা‌ল করার প‌রিকল্পনা কর‌ছে সরকার। ২০২২-২৩ অর্থ বছরে ওই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীরের নির্মান কাজ চলমান রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের তিন‌দি‌কের প্রাচীর দেয়াল নির্মা‌ণ কাজ শে‌ষের দি‌কে। এ অবস্থায় আক‌স্মিকভা‌বে ওই ইউনিয়নের চেয়ারম‌্যান মোখ‌লেছুর রহমান নির্মাণ কা‌জে বাঁধা প্রদান ক‌রেন ব‌লে অভিযোগে উল্লেখ ক‌রা হয়।

এ বিষ‌য়ে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখ‌লেছুর রহমান ব‌লেন, ওদের ওয়াল ওরা ভেঙে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা ব‌লেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত ক‌রে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

কু‌ড়িগ্রাম জেলা প‌রিবার প‌রিকল্পনার উপ-প‌রিচালক মোদা‌ব্বের হো‌সেন ব‌লেন, ঘটনা‌টি জেলা প্রশাসক ও পু‌লিশ সুপার‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হ‌বে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –