• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

কবি রাধাপদ রায়ের ওপর হামলা: আদালতে আসামির আত্মসমর্পণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩  

 
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের স্বভাব কবি রাধাপদ রায়ের ওপর হামলা মামলার ২ নম্বর আসামি কদুর আলী আদালতে আত্মসমর্পণ করেছেন। 

এসময় তিনি জামিন আবেদন করেন। কিন্তু বিচারক সেই আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাগেশ্বরী আমলী আদালতের বিচারক আয়েশা সিদ্দিকা এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী আমলী আদালতের কোর্ট জিআরও সাজ্জাদ। 

এর আগে, গত ৪ অক্টোবর মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে কুড়িগ্রাম জেলা শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

গত ৩০ সেপ্টেম্বর পূর্ব শত্রুতার জেরে কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা কবিকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কবির ছেলে শ্রী যুগল রায় বাদী হয়ে গত ১ অক্টোবর রফিকুল ইসলাম ও কদুর আলীকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –